ঈদের আগে সিএনজি চালকদের প্রাপ্য বোনাস পরিশোধের দাবি

Passenger Voice    |    ০৪:০৬ পিএম, ২০২৪-০৪-০৩


ঈদের আগে সিএনজি চালকদের প্রাপ্য বোনাস পরিশোধের দাবি

সিএনজি-অটোরিক্সা মালিকগণ চালকদের বোনাস না দিয়ে বঞ্চিত করে আসছে। চলতি বছর ঈদের আগে চালকদের আইনগত প্রাপ্য বোনাস পরিশোধ করতে হবে। আজ বুধবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে সিএনজি অটোরিক্সা শ্রমিক ঐক্য পরিষদ এ দাবি জানায়। এ সময় তারা সঠিক সময়ে ঈদ বোনাস পরিশোধ করা না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন।

এ সময় বক্তারা বলেন, ২০১৭ সালে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে ২৬ হাজার সিএনজি অটোরিক্সার মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর মালিকগণ পুনরায় ০৬ বছর মেয়াদ বৃদ্ধির আবেদন করেন। বিআরটিএসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাগণ মোটা অংকের উপঢৌকনের প্রস্তুাবে মেয়াদ বাড়ানোর পক্ষে কাজ করছিলেন। কিন্তু সিএনজি অটোরিক্সা শ্রমিক ঐক্য পরিষদের বলিষ্ঠ নেতৃত্বে সচেতন চালকদের দুর্বার আন্দোলনের মুখে সরকার মেয়াদ উত্তীর্ণ থেকে পিছু হটে প্রতিস্থাপনের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়।

বক্তারা আরো বলেন, 'দুই-একজন মালিক বাদে সবাই প্রাইভেট সিএনজি অটোরিক্সাগুলো বাণিজ্যিকভাবে যাত্রী পরিবহন কাজে ব্যবহার করছে।

এই স্বার্থান্বেষী মালিকরা সিএনজি অটোরিক্সা ট্রাফিক পুলিশদের ঘুষ দিয়ে এ পর্যন্ত বাণিজ্যিক ভাবে তারা যাত্রী পরিবহন করে আসছে। বর্তমানে বেশীরভাগ গাড়ীর মেয়াদ ১৫ বছর অতিক্রান্ত হয়েছে। এমতাবস্থায় চলন্ত বোমা সামিল এই গাড়ীগুলো আর রাস্তায় চলতে দেওয়া যায় না।'

মানববন্ধনে সভাপতির বক্তব্যে সিএনজি অটোরিক্সা শ্রমিক ঐক্য পরিষদের আহ্বাহক মো: শাহ আলম বলেন, 'বর্তমানে প্রাইভেট সিএনজি অটোরিক্সার মালিকগণ বিভিন্ন কৌশলে তাদের কাজ অব্যাহত রাখার চেষ্টা চালাচ্ছে।

আমরা সিএনজি ও অটোরিক্সা শ্রমিক ঐক্য পরিষদ এই সব বিষয়ের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। এর পাশাপাশি ঢাকা ও চট্টগ্রাম বিআরটিএর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের হুশিয়ার করে দিতে চাই যে ১৫ বছর মেয়াদ উত্তীর্ণের পর আর যেন কোন গাড়ীর ফিটনেস দেওয়া না হয়।'

তিনি আরো বলেন,  'বিভাগীয় মহানগরীর বাহিরের ঠিকানা পরিবর্তন করে মহানগরীর অন্তভুক্ত ঠিকানা পরিবর্তন করা না হয়। চালকদের ঈদ বোনাস প্রদান এবং নো পার্কিং ও রেকারিং এর নামে পুলিশের চাঁদাবাজি বন্ধ করতে হবে। এরপরও যদি এই ধরনের কোন কাজ না হয়  তাহলে চালকগণ দুর্বার আন্দোলনের কর্মসূচী দিতে বাধ্য হবে।

মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন, সংগঠনটির সদস্য সচিব সাখাওয়াত হোসেন দুলাল, ঐক্য পরিষদ নেতা  ফারুক হোসেন, আ. জাব্বার মিয়া, মো. ইসলাম, মামুন উর-রশিদ পিন্টু, নুর মোর্শেদ ও আবু নাসের বেপারীসহ প্রমুখ।